লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় মিড ডে’ মিল চালু করণের লক্ষ্যে জিগরী প্রাথমিক বিদ্যালয়ের মোট দুইশ’ ৫০ জন ক্ষুদে শিক্ষার্থীদেও মাঝে টিফিন বক্স বিতরন করা হযেছে। প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী টিফিন পিরিয়ডে খাবার জন্য বাড়ি গিয়ে ফিরে না আসায় তাদের স্কুলমূখী করে রাখতেই এই উদ্যোগ। মঙ্গলবার সকালে স্থানীয় ব্যবসায়ী শাহ আলমের ব্যাক্তি উদ্যোগে এসব বিতরন করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার স্কুল চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এসব টিফিন বক্স বিতরন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম রেজা।