লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালকসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন-কাভার্ড ভ্যানের চালক জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাউসি মধ্যপাড়া গ্রামের হাসান আলীর ছেলে মানিক হোসেন (৩৫) ও জেলার গুরুদাসপুর উপজেলার আলীপুর গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে আছের উদ্দিন সরদার হবার (৬০)। বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম শামসুন নুর জানান, মঙ্গলবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে চালক গুরুতর আহত হন। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে তিনি মারা যান। অপরদিকে, সোমবার শেষ বিকালে নাটোর-পাবনা মহাসড়কের আহম্মেদপুর বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় একটি দ্রতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আছের উদ্দিন সরদার হবার ঘটনা স্থলেই মারা যান।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.