দর্পণ ডেস্ক : জানেন তো, সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় গান ‘পরী’। এতোদিন সেই পরীকে গানে-গল্পে মেঘের ভাঁজে ভাসিয়েছেন তিনি।
এবার বাস্তবেই পরীর দেখা পেলেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও মডেল-উপস্থাপিকা তানিয়া হোসাইন। তাদের কোলজুড়ে এলো নতুন অতিথি কিংবা সত্যিকারের পরী।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পৃথিবীর আলোয় চোখ মেলেছে ফুটফুটে এক কন্যা সন্তান। কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন, মা ও সন্তান- দুজনেই সুস্থ আছেন। বাসায় ফিরতে পারবেন দ্রুত সময়ের মধ্যেই।
স্বাভাবিক, কন্যাকে পেয়ে বাপ্পা উচ্ছ্বসিত। জানালেন, আগেই মেয়ের নাম ঠিক করে রেখেছিলেন এই তারকা দম্পতি। যেটির ঘোষণা দিলেন আজই।
বাপ্পা মজুমদার জানান, কন্যার নাম রেখেছেন অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা। বলেন, ‘এই সুখ, প্রকাশের ভাষা নেই। শুধু এটুকু বলছি, আপনাদের সবার আশীর্বাদে আমরা মা-বাবা হয়েছি। তানিয়া ও পরী- দুজনেই ভালো আছে।’
বাপ্পা এটুকুও জানান, কন্যার আনুষ্ঠানিক নাম অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা হলেও তারা ডাকবেন ‘পরী’ নামে!