দর্পণ ডেস্ক : বুধবার আবুধাবির রাষ্ট্রপ্রধানের প্রাসাদে গিয়েছিলেন যুবরাজ সেখ মহম্মদ বিন জায়েদ। সেখানে তাকে স্বাগত জানাতে মন্ত্রী, আমলাদের পাশাপাশি শিশু, কিশোর-কিশোরীও ছিল। যুবরাজকে এত কাছে পেয়ে আনন্দে আত্মহারা শিশু, কিশোর-কিশোরীরা। সবাই যুবরাজের সঙ্গে হাত মেলাচ্ছে।
তাদের মধ্যে এক কিশোরী আয়েশা আল মাজরোউই। সে একাধিকবার চেষ্টা করেও যুবরাজের সঙ্গে হাত মেলাতে পারেনি। তবে লাইনে দাঁড়িয়ে যার সঙ্গে হাত মেলাতে চেয়েছিল, অবশেষে তিনিই সরাসরি পৌঁছে গেলেন তার বাড়িতে।
সেখ মহম্মদ বিন জায়েদের সঙ্গে তার হাত না মেলাতে পারার ঘটনা ধরা পড়ে ক্যামেরায়। সম্ভবত সেই কথা যায় যুবরাজের কানেও। এরপর সোমবার আয়েশার বাড়ি পৌঁছে যান তিনি।
যার সঙ্গে হাত মেলাতে না পেরে দুঃখ পেয়েছিল কিশোরী, তাকে নিজ বাড়িতে পেয়ে আনন্দের আর শেষ নেই। দুঃখ যেন এক মুহূর্তে উবে গেল। এ যেন হাতে চাঁদ পাওয়া। আয়েশা ও তার পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান যুবরাজ। ছবিও তোলেন তাদের সঙ্গে।