দর্পণ ডেস্ক : বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যেয়ে আশ্রয় চাওয়া হিন্দুসহ অন্যান্য অমুসলিম সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব দিতে একটি বিলে বুধবার অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভেদকর এ তথ্য জানিয়েছেন।
আগামী সপ্তাহে পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে ‘সিটিজেনশিপ (অ্যামেন্ডমেন্ট) বিল’টি উত্থাপন করা হবে।
বিলটিতে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে নির্যাতনের শিকার হয়ে ভারতে আশ্রয় নেয়া হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সি সম্প্রদায়ের মানুষদের নাগারিকত্ব দেয়ার কথা বলা হয়েছে। এছাড়া অবৈধভাবে ভারতে অবস্থান করা মুসলমান ছাড়া বাকি এই ছয় সম্প্রদায়ের মানুষকেও নাগরিকত্ব দেয়ার বিধান রাখা হয়েছে।
মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিজেপির পার্লামেন্টারি বৈঠকে বলেছেন, ‘প্রতিবেশী তিনটি দেশের সংখ্যালঘুরা ধারাবাহিক নির্যাতনের শিকার, যা তাদেরকে ভারতে আশ্রয় নিতে বাধ্য করছে। ছয় সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেয়া হবে মোদি সরকারের ‘সর্ব ধর্ম সম্ভব’ নীতি বাস্তবায়নের আরেকটি উদ্যোগ’।
বিরোধীরা অবশ্য এই বিলের তীব্র সমালোচনা করেছেন। তাদের ভাষ্য, এতে মুসলমানদের বাদ দেওয়া হয়েছে। এটি ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।