দর্পণ ডেস্ক : এসএ গেমসে কারাতের মেয়েদের কুমিতে মঙ্গলবার সোনার পদক জেতেন মারজান আক্তার প্রিয়া। সোনাজয়ী এ ক্রীড়াবিদ বুধবার দ্বিতীয় সোনার জন্য লড়তে গিয়ে আহত হয়েছেন।

বুধবার নেপালের সাতদাবাতোর ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে দলগত ইভেন্টে শ্রীলঙ্কার প্রতিযোগীর সঙ্গে লড়তে গিয়ে চোয়ালে আঘাত পান মারজান। তাৎক্ষণিকভাবে কাঠমান্ডুর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, মারজানের সিটি স্ক্যান করার পর রিপোর্ট স্বাভাবিক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে দুই ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। এরপর সবকিছু ঠিক থাকলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেবে।

মঙ্গলবার মেয়েদের কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে বাংলাদেশকে সোনা এনে দিয়েছিলেন মারজান আক্তার প্রিয়া।