দর্পণ ডেস্ক : সাউথ এশিয়ান গেমসের (এসএ) দ্বিতীয় দিনে আল আমিন স্বর্ণ জয়ের পর বাংলাদেশের হয়ে তৃতীয় স্বর্ণ জেতে অ্যাথলেট মারজান আক্তার প্রিয়া। এরপর কিছু সময় পার হতে না হতেই সংবাদ এলো স্পোর্টস কমপ্লেক্সে অনূর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতে নিয়েছেন হোমায়রা আক্তার অন্তরা। এর আগের দিন কারাতেতে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। হোমায়রা ফাইনালে হারিয়েছেন নেপালের অনু গুরুংকে। জিতেছেন ৫-২ পয়েন্টে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) আসরের দ্বিতীয় দিনে এসএ গেমসের ১৩তম আসরে সব মিলিয়ে চতুর্থ স্বর্ণ জিতল বাংলাদেশ। সবগুলো স্বর্ণ পদক এসেছে কারাতে ডিসিপ্লিনের কুমি ইভেন্ট থেকে। পুরুষ এককে অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন আল আমিন। তিনি ফাইনালে পাকিস্তানের জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়েছেন।

নারী এককে অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ পদক জিতে দেশকে গর্বিত করেছেন মারজান আক্তার প্রিয়া। তিনি ফাইনালে পাকিস্তানের কাউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়েছেন। আগের দিন দুপুরে তায়কোয়ান্দো ইভেন্টে আসরের প্রথম স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। তায়কোয়ান্দোর ২৯ বছর বা তার চেয়ে বেশি বয়সীদের পুমসে ক্যাটাগরিতে পদক জিতেছিলেন দিপু চাকমা।

সবমিলিয়ে এখন বাংলাদেশের পদক সংখ্যা ১৯। এর মধ্যে রয়েছে ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জ।