পটুয়াখালীতে মামাতো বোনকে উত্যক্ত করার ঘটনায়
গোলাম রাব্বি (১৮) নামে এক যুবককে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান
আদালত।
রোববার বিকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানভীর হোসেন এ দন্ড প্রদান করেন।
তবে দন্ডপ্রাপ্ত রাব্বির অভিযোগ জমি সংক্রান্ত বিরোধের জেরে তার
মামা-মামী এই নাটক সাজিয়ে তাকে ফাঁসিয়েছে।
পটুয়াখালী সদর থানা পুলিশের এসআই আমিনুল ইসলাম জানান, ’প্রতিদিন তার
মামাতো বোন নুরি আক্তারকে উত্যক্ত করতো ফুপাতো ভাই গোলাম রাব্বি। এ ঘটনায়
পুলিশের কাছে অভিযোগ দিলে-পুলিশ রাব্বিকে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ড
কার্যালয় সংলগ্ন নিজ ভাসমান পিঠার দোকান থেকে আটক করে নির্বাহী
ম্যাজিষ্ট্রেটের কাছে সোর্পদ করে।