স্বপন বিশ্বাস, শালিখা, মাগুরাঃ মাগুরার শালিখায় উপজেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার আড়পাড়া আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মোলনে মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক শালিখা, মাগুরা এ্যাড শ্যামল কুমার দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ মোঃ আব্দুর রহমান, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ মোঃ সাঈদ আল মাহমুদ (এমপি), বিশেষ অতিথি ছিলেন শ্রম বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ মোঃ হাবিবুর রহমান সিরাজ, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ পারভীন জামান কল্পনা, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শেখর, মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, মাগুরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আহবায়ক সম্মোলন প্রস্তুতি কমিটি, শালিখা, মাগুরা বাসুদেব কুমার কুন্ডু প্রমূখ। পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষনা করেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে এ্যাড শ্যামল কুমার দে সভাপতি ও আরজ আলী বিশ্বাস সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াচুর রহমান ও বক্তিয়ার উদ্দিন লস্কর, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ হিসেবে ঘোষনা করা হয়।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.