পটুয়াখালীর কলাপাড়ায় নদী থেকে অবৈধ ভাবে বালু
উত্তোলনের দায়ে চার ড্রেজার মেশিন মালিক কে ৫০ হাজার করে দু’লাখ টাকা
অর্থ দন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে কলাপাড়া
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপ দাসের নেতৃত্বে
ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ প্রদান করেন।

দন্ড প্রাপ্ত হিমেল ড্রেজার মালিক মো. জাকির হোসেন, সোনার গাঁ ড্রেজার
মালিক মো. সাফায়েত হোসেন, তানজিল ড্রেজার মালিক মো. হুমায়ুন কবির ও সায়মা
ড্রেজার মালিক মো. ফোরকান মিয়া।

এর আগে সকাল ১১টার দিকে উপজেলার ঢোসের খাল এলাকায় বালি উত্তোলন কালে এসব
ড্রেজার মালিকদের আটক করে কোষ্টগার্ড সদস্যরা। পরে তাদের ভ্রাম্যমান
আদালতে সোপর্দ করা হয়।