দর্পণ ডেস্ক : তুরস্কের সুলতান কোসেন এখন বিশ্বের সবচেয়ে দীর্ঘকায় পুরুষ। তার উচ্চতা ৮ ফুট ২.৮ ইঞ্চি। ইতিহাসের পাতায় মাত্র ১০ জন মানুষের কথা এমন পাওয়া যায়, যাদের উচ্চতা ৮ ফুটের থেকে বেশি।
‘পিটুইটারি জাইগান্টিজম’ নামে শারীরিক সমস্যার কারণে দৈত্যাকৃতির উচ্চতার অধিকারী সুলতান কোসেন। এই বিশাল দেহ নিয়ে প্রতিনিয়তই তাকে নানা অসুবিধার মুখোমুখি হতে হয়। মেরুদণ্ডে ব্যথা থেকে আরও নানা শারীরিক কষ্টের মোকাবেলাও করতে হয়। হাঁটার জন্য ওয়াকিং স্টিকের সাহায্যও নিতে হয়।
তবে এই অস্বাভাবিক উচ্চতাই তাকে এনে দিয়েছে খ্যাতি। ৩৬ বছর বয়সী এই মানুষটি ২০০৯ সালে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ হিসেবে গিনেস বুক অফ রেকর্ডসে নাম লিখিয়েছেন। একই সঙ্গে সবচেয়ে বড় হাতের রেকর্ডটিও তার দখলে। কবজি হতে মধ্যমার ডগা পর্যন্ত তার হাতের দীর্ঘ ১১ দশমিক ২ ইঞ্চি!
তুরস্কের আঙ্কারার অধিবাসী সুলতান উচ্চতা ২৫১ সেন্টিমিটার অর্থাৎ ৮ ফুট ২.৮ ইঞ্চি। ২০১১ সালে এই উচ্চতা মাপে গিনেস ওয়র্ল্ড রেকর্ডস সংস্থা। এর আগে ২০০৯ সালে চিনের একটি সংস্থা তার উচ্চতা মেপেছিল। তখন উচ্চতা ছিল ৮ ফুট ১ ইঞ্চি অর্থাৎ দু’বছরে ১.৮ ইঞ্চি উচ্চতা বাড়ে তার।
সুলতানের বাঁ পায়ের দৈর্ঘ ৩৬.৫ সেন্টিমিটার এবং ডান পায়ের দৈর্ঘ্য ৩৫.৫ সেন্টিমিটার। আর সুলতানের হাতের দৈর্ঘ্য ২৮.৫ সেন্টিমিটার। সুলতানের ১০ বছর বয়স থেকেই এই অস্বাভাবিক বৃদ্ধি শুরু হয় এবং প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরেও এই বৃদ্ধি চলতে থাকে। শেষ পর্যন্ত ২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা করে সুলতান তার এই হরমোনের সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। এখন আর অতিরিক্ত হরমোনের কারণে তার উচ্চতা বাড়ছে না। তবে এতটা লম্বা হওয়া সত্ত্বেও সুলতান ভাঙতে পারেননি এযাবৎ পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষটির রেকর্ড। তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রবার্ট ওয়াডল। যার উচ্চতা ছিল ৮ ফুট ১১.১ ইঞ্চি।