গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় অতিরিক্ত দামে পেঁয়াজ
বিক্রী, নকল প্রসাধন সামগ্রী, মূল্য তালিকা প্রদর্শন না করা ও মজুদদারীর
অভিযোগে ভ্রাম্যমান আদালত ৬ ব্যবসায়ীকে ২ লক্ষ ৮ হাজার টাকা অর্থ দন্ড
প্রদান করেছে।
মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপ দাশের
নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত ভোক্তা সংরক্ষন আইনে তাদের এ দন্ড
প্রদান করে। এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মুনিবুর রহমান সহ
কলাপাড়া থানা পুলিশ ও স্থানীয় গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, মংগলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পৌরশহরের ব্যবসায়ী মো.
জাকারিয়াকে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রীর জন্য ১ লাখ টাকা, মো. গোলাম
মোস্তফাকে মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত দামে পন্য সামগ্রী
বিক্রীর জন্য ৫০ হাজার টাকা, ভেজাল ও নকল জাত পন্য সামগ্রী বিক্রীর জন্য
রাধাকান্ত দাসকে ২০ হাজার টাকা ও শেখর চন্দ্র মিত্রকে ৩ হাজার টাকা অর্থ
দন্ড পদান করে। এছাড়া সন্ধ্যার দিকে লবন মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রীর
অভিযোগে রহমতপুরের সুনীল ষ্টোর্সকে ১৫ হাজার টাকা ও এতিম খানার নুরু
ষ্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করে।
কলাপাড়া ইউএনও মো: মুনিবুর রহমান বলেন, সাধারন মানুষের দূর্ভোগ লাঘব,
অসৎ ব্যবসায়ীদের মজুদদারী প্রবনতা ও অতিরিক্ত মূল্যে পন্য সামগ্রী বিক্রী
রোধ কল্পে এ অভিযান অব্যাহত থাকবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল।