দর্পণ ডেস্ক : সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা এখনও আশঙ্কা মধ্যে। সোমবার থেকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি আছেন তিনি। এখনও ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে। তার শরীরের দিকে খেয়াল রাখছেন ডাক্তাররা।

সম্প্রতি সংবাদমাধ্যমের খবর, লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কিন্তু হাসপাতাল সূত্রে খবর, এখনও আশঙ্কা কাটেনি লতার। ব্রিচ ক্যান্ডি হাসপাতালের ডাক্তার প্রতিত সামদিনি জানিয়েছেন, এখনও ভেন্টিলেশনে রাখা হয়েছে লতা মঙ্গেশকরকে। আগের থেকে তার অবস্থার সামান্য উন্নতি হলেও এখনও আশঙ্কা কাটেনি। বুকে সংক্রমণ ও ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা। যতক্ষণ না তার সংক্রমণ ঠিক হচ্ছে, ততক্ষণ কোনও রকমের অস্ত্রোপচার বা কিছু করতে পারছেন না ডাক্তাররা।

হাসপাতালের এর এক সিনিয়র ডাক্তার জানিয়েছেন, এখনও তিনি ক্রিটিক্যাল রয়েছেন। আমরা ২৪ ঘণ্টা তার স্বাস্থ্যের খেয়াল রাখছি। আমরা আশা করছি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ইতিমধ্যেই মঙ্গেশকর পরিবারের তরফে আবেদন করা হয়েছে, হাসপাতালের বাইরে ভিড় না বাড়াতে। তাতে চিকিৎসার কাজে সমস্যা হচ্ছে।

একটি বিবৃতি দিয়ে লতা মঙ্গেশকরের পরিবারের তরফে জানানো হয়েছে, “লতাজির অবস্থা আগের থেকে কিছুটা ভালো। আশা করছি তিনি সবকিছুর বিরুদ্ধে লড়াই করে সুস্থ হয়ে ফিরে আসবেন। সঙ্গীতশিল্পী হওয়ায় তার ফুসফুসের ক্ষমতা অন্যদের থেকে অনেকটাই বেশি। তার শারীরিক অবস্থার উন্নতি হলে ও তাকে হাসপাতাল থেকে ছেড়ে দিলে আমরা সেটা সবাইকে জানিয়ে দেব।“

সোমবার থেকেই লতা মঙ্গেশকরের খবরে উদ্বিগ্ন বলিউড। সেইসঙ্গে চিন্তায় রয়েছেন কোটি কোটি ফ্যান। হাসপাতালে ইতিমধ্যেই দেখতে গিয়েছেন তার বোন আশা ভোঁসলে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই নিজেদের চিন্তার কথা জানাচ্ছেন। সেইসঙ্গে সবাই প্রার্থনা করছেন সুরসম্রাজ্ঞীর দ্রুত সুস্থ হয়ে ওঠার।