গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলা পরিষদ সংলগ্ন বহাল গাছিয়া
খাল থেকে গনপূর্ত বিভাগের অবসর প্রাপ্ত কর্মচারী রুহুল আমীন হানিফের
মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে তার মরদেহ উদ্ধার করে মর্গে
প্রেরন করে পুলিশ। এ ঘটনায় তার তৃতীয় স্ত্রীসহ তিন জনকে আটক করেছে জেলা
গোয়েন্দা পুলিশ।

নিহতের স্বজনরা জানান, হানিফ পটুয়াখালী গনপূর্ত বিভাগের পাম্প ড্রাইভার
ছিলেন। তিনি শহরের স্বাধীনতা সড়কে বসবাস করতেন। গত বছরের ডিসেম্বরে অবসর
নেন তিনি। গতকাল বুধবার রাত ৮টায় তার ছেলের সাথে শেষ কথা হয় হানিফের।

পটুয়াখালী’র অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, সংবাদ পেয়ে
ঘটনাস্থল থেকে পুলিশ হানিফের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে
প্রেরন করে।

এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।