গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ূ পরির্বতনের বিরূপ
প্রভাবে প্রাকৃতিক দূর্যোগ ঝূঁকি মোকাবেলায় মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার
শেষ বিকালে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে দূর্যোগ কবলিত
মানুষকে সচেতন করতে এ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।

কলেজ মাঠের এ মহড়ায় গ্রাম বাংলার ঐতিহ্য দিয়ে ছবির মতো করে সাজানো হয়
একটি সুন্দর গ্রাম। সহায় সম্পদে স্বাবলম্বী এই গ্রামের মানুষ গুলো হাসি
আনন্দে দিন কাটাচ্ছে। কিন্তু দূর্যোগ বিষয়ে তাদের ধারনা না থাকায় হঠাৎ
ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে যায় গোটা গ্রাম। ঘটে হতাহতের ঘটনা। এটা বাস্তবে
নয়, নাটকের মাধ্যমে এই দূর্যোগের ভয়াবহতা তুলে ধরে মানুষকে সচেতন করতে
গনসচেতনতামূলক এ মাঠমহড়া। এতে অংশ নেয় ঘূর্ণিঝড় প্রস্তৃুতি কর্মসূচীর
স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, ব্রাক কর্মীরা। কলাপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা
মাঠমহড়ায় সার্বিক সহযোগীতা করেন।

কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মনিবুর রহমান এর সভাপতিত্বে
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ
চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, পৌর সভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,
উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা
পারভীন সীমা প্রমূখ।