U.S. President Donald Trump answers reporters questions as he departs for campaign travel to Minnesota from the South Lawn of the White House in Washington, U.S., October 10, 2019. REUTERS/Jonathan Ernst

দর্পণ ডেস্ক : গত সপ্তাহের শেষে সিরিয়ায় নিহত হন আইএসের শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদি। আইএস থেকে সে খবর স্বীকার করে নেওয়া হয়। পরে তারা জানায়, আইএসের নতুন ‘খলিফা’ হচ্ছেন আবু ইব্রাহিম আল হাশিমি অল কুরেশি। তার সম্পর্কে আগে তেমন কিছু জানা যায়নি। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেছেন, আইএস একজন নতুন নেতা খুঁজে পেয়েছে। আমরা জানি তিনি কে?

উত্তর-পশ্চিম সিরিয়ায় বাগদাদি যে বাড়িতে ছিলেন, সেখানে হানা দেয় আমেরিকার স্পেশাল ফোর্স। আইএস নেতা সুড়ঙ্গপথে পালাতে চেষ্টা করেন। পরে আত্মঘাতী বোমায় নিজেকে উড়িয়ে দেন। তার মাথার দাম ছিল আড়াই কোটি ডলার। পাঁচ বছর আগে আইএসের উত্থানের পর থেকেই তাকে খুঁজছিল আমেরিকা ও তার সহযোগী শক্তিগুলো।

নতুন যে ব্যক্তি আইএসের খলিফা হলেন, তার সম্পর্কে আমেরিকার বেশি কিছু জানা ছিল না। আইএস তার পরিচয় গোপন রেখেছে। তার ছবিও প্রকাশ করেনি। শুধু বলেছে, তিনি জেহাদের এক বড় নেতা। তিনি অতীতেও আমেরিকার বিরুদ্ধে জেহাদে অংশ নিয়েছেন।

গত রোববার ভোরে বাগদাদির আস্তানায় হানা দেয় স্পেশাল ফোর্স। মার্কিন সেনা ওই অভিযানের যে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, তাতে দেখা যায়, হেলিকপ্টার থেকে বন্দুকধারীদের লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। বন্দুকধারীরা দৌড়চ্ছে একটি বাড়ির দিকে। সেই বাড়িতেই লুকিয়ে ছিলেন বাগদাদি।

পরে দেখা যায়, হেলিকপ্টার মাটিতে নামল। স্পেশাল ফোর্স বিস্ফোরণ ঘটিয়ে বাড়ির দেয়ালে গর্ত করল। মাইকে বাগদাদিকে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। বাগদাদি অবশ্য আত্মহত্যা করেননি। তিনি দুই শিশুসন্তানকে নিয়ে আত্মহত্যা করেন। পরে বিমান থেকে গোলা ছুঁড়ে বাগদাদির বাড়িটি উড়িয়ে দেওয়া হয়।