গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দশম শ্রেণীর
স্কুল ছাত্রী অপহরণের ৪দিন পরও উদ্ধার হয়নি। ফলে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন
অপহৃত স্কুল ছাত্রীর পরিবার ও স্বজনরা।

জানা যায়, উপজেলার রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর
ছাত্রী ও বাহেরচর গ্রামের বাবর তালুকদারের মেয়ে ছোঁয়া আক্তার (১৬) গত ২৬
অক্টোবর বাহেরচর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকা থেকে অপহৃত হয়। এরপর ২৯ অক্টোবর
বাবর তালুকদার বাদী হয়ে উপজেলার আমলিবাড়িয়া গ্রামের বনি আমিন, লিমন খাঁন,
সাকন প্যাদা, রোকন প্যাদা, সরোয়ার প্যাদা, আবু রায়হান প্যাদা ও মালেক
প্যদাসহ আরো অজ্ঞাতনামা ৫-৬জনকে আসামী করে রাঙ্গাবালী থানায় একটি মামলা
দায়ের করেন। পুলিশ সাকন প্যাদা নামের একজনকে গ্রেফতার করলেও ভিকটিম স্কুল
ছাত্রীকে উদ্ধার করতে পারেনি।

মামলা সূত্রে জানা যায়, আসামি বনি আমিন দীর্ঘদিন ধরে স্কুলে আসা-যাওয়ার
পথে ছোঁয়াকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক ও
তার অভিভাবককে অবহিত করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে বনি আমিন অন্যান্য আসামিদের
সহায়তায় ২৬ অক্টোবর সকালে স্কুলে যাওয়ার পথে ছোঁয়াকে জোরপূর্বক অপহরণ
করে নিয়ে যায়।

অপহৃত স্কুল ছাত্রীর পিতা বাবর তালুকদার বলেন, আমরা খুব হতাশায় আছি। মেয়ে
অপহরণ হয়েছে এক সপ্তাহ হয়ে গেছে। মামলায় গ্রেফতার হওয়া এক আসামিকে আদালত
তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করলেও অসুস্থতার অজুহাতে তাকে একদিন পরই
কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের
কোন তৎপরতা দেখছি না।

রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মদ জানান, স্কুলছাত্রী ছোঁয়াকে উদ্ধারের
চেষ্টা চলছে। ইতোমধ্যে আমরা একজন আসামিকে গ্রেফতার করেছি। তাকে তিনদিন
রিমান্ডে আনা হয়েছিল। কিন্তু অসুস্থ হওয়ায় আবার কারাগারে পাঠিয়ে দেওয়া
হয়। পরে আবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হবে বলে জানান তিনি।