গোফরান পলাশ, পটুয়াখালী: ’দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ
প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় যুব দিবস ২০১৯ পালিত
হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে
শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা দরবার হলে আলোচনা সভায়
মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ অধ্যক্ষ
মো: মহিববুর রহমান মহিব।
উপজেলা নির্বাহি অফিসার মো: মুনিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল
আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা
পারভীন সীমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জালাল আহমেদ প্রমূখ। অনুষ্ঠান
শেষে যুবদের মাঝে চেক ও প্রশিক্ষন সনদপত্র বিতরণ করা হয়।