পিযূষ হীরা, ফুলতলা(খুলনা) প্রতিনিধি: আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী খুলনা আয়কর মেলা। খুলনার সোনাডাঙ্গাস্থ খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের জিমনেশিয়ামে অনুষ্ঠিতব্য এ মেলা শেষ হবে ২০ নভেম্বর। মেলা চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এর আগে ১৩ নভেম্বর খুলনা কর অঞ্চলের উদ্যোগে হোটেল সিটিইন-এ খুলনা সিটি কর্পোরেশন ও বিভাগের ১০ জেলা থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সাত জন করে মোট ৭৭ জনকে সেরা করদাতার সম্মাননা দেয়া হবে।
খুলনাঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায় জানান, অন্যবারের মত এবারওকরদাতাদের আয়কর সংক্রান্ত সেবা প্রদানের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। মেলায় করদাতাদের করভীতি দূর ও হয়রানিরোধে কর্মকর্তা, কর্মচারীদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। কর কমিশনার আরো জানান, মেলায় আয়কর রিটার্ণ দাখিল ও আয়কর পরিশোধ করার সুযোগ থাকবে। এ উপলক্ষে মেলা প্রাঙ্গণে সোনালী ও জনতা ব্যাংকের দুটি বুথ স্থাপন করা হবে। এছাড়া করদাতারা ইটিআইএন রেজিষ্ট্রেশনসহ আয়কর সংক্রান্ত সব ধরনের সেবা গ্রহণ করতে পারবেন এ মেলা থেকে। এছাড়া মেলায় নতুন ও ভবিষ্যত করদাতা তৈরি করতে বিভিন্ন ধরনের উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানও থাকছে।
যুগ্ম কর কমিশনার মোঃ মঞ্জুর আলম বলেন, আয়কর সপ্তাহ চলাকালীন খুলনা ছাড়াও বিভাগের অন্য ৯টি জেলাতেও আয়কর মেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ১৫-১৮ নভেম্বর, বাগেরহাট ও মেহেরপুরে ১৬-১৯ নভেম্বর এবং নড়াইল, মাগুরা ও কুষ্টিয়ায় ১৭-২০ নভেম্বর আয়কর মেলা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, অন্যবারের মত এবারও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে আয়কর মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ হয়েছে।