দর্পণ ডেস্ক : মিরপুরের রূপনগরে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় বেলুন বিক্রেতা আবু সাঈদকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে এ মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনায় সাঈদের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার দিবাগত রাতে পঙ্গু হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় তাকে আটক করা হয়। একই সময়ে মামলাটি করা হয়েছে। সুস্থ হলেই তাকে গ্রেপ্তার দেখানো হবে। তদন্তপূবর্ক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার দুপুর সোয়া তিনটার দিকে রূপনগর এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরার সময় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত হয়েছে ছয় শিশু। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ।

পরে লাশের ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ পুলিশ আরো জানান, বুধবার বিকেল সোয়া তিনটার দিকে রূপনগর মনিপুরী স্কুলের সামনে বিকট শব্দে একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। সে সময় চার শিশু ও এক নারী ঘটনাস্থলেই মারা যান।