দর্পণ ডেস্ক : হয়ে গেল জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাবিলা নূরের বিয়ে। তার বর নেহাল সুনন্দ তাহের। পেশায় তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এস এ টিভির ব্রডকাস্ট প্রকৌশলী। গতকাল রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আগামীকাল হবে বউভাত। তিন বছর আগে বন্ধু তৌসিফের মাধ্যমে নেহালের সঙ্গে পরিচয় বলে জানালেন সাবিলা। শুরুতে বন্ধুত্ব থাকলেও একসময় দুজনের একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নেন। সাবিলা বলেন, আমাদের তিন বছরের বন্ধুতার সম্পর্ক।
আমাকে সে খুব বোঝে। আমার কাজের ব্যাপারেও বেশ সহযোগীতা করে। আমার কঠিন সময়ে ও আমার পাশে ছিল। সেই বন্ধুকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি ভাবতে ভালো লাগছে। মাস তিনেক আগে আমাদের দুই পরিবার বিয়ে নিয়ে আনুষ্ঠানিক কথাবার্তা বলেছে। সবার কাছে দোয়া চাই যেন নতুন জীবনে সুখী হই। ২০১৪ সাল থেকে মডেলিং শুরু করেন সাবিলা। শুরুতে বেশকিছু বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে থিতু হয়েছেন নাটকে। বর্তমানে নাটক নিয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সিয়াম আহমেদ আর স্ত্রী অবন্তী, অনিমেষ আইচ ও ভাবনা, রুম্মান রশীদ খান, শবনম ফারিহা ও তার স্বামী অপু, তৌসিফ মাহমুদ ও তার স্ত্রী জারা, ফখরুল বাশার মাসুম ও মিলি বাশার দম্পতি, সামিনা চৌধুরী, রুনা খান, প্রভা, তানজিন তিশা, সাফা কবিরসহ আরও অনেক তারকা সেই রাতে মিলিত হন এক ছাদের নিচে। অপূর্ব শুটিংয়ের কারণে আসতে পারেননি বটে, তবে ছেলে আয়াশকে নিয়ে এসেছিলেন স্ত্রী অদিতি।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.