A man carries Buthaina Muhammad Mansour, believed to be four or five, rescued from the site of a Saudi-led air strike that killed eight of her family members in Sanaa, Yemen August 25, 2017. REUTERS/Khaled Abdullah/File Photo SEARCH "STRIKE MANSOUR" FOR THIS STORY. SEARCH "WIDER IMAGE" FOR ALL STORIES. TPX IMAGES OF THE DAY - RC139C4EB350
দর্পণ ডেস্ক : জাতিসংঘ জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সামরিক অভিযান কবলিত মধ্যপ্রাচ্যেরে দেশ ইয়েমেনে প্রতি ১২ মিনিটে একটি করে শিশু মারা যাচ্ছে। গত বুধবার নিউইয়র্কে এক বক্তৃতায় জাতিসংঘের উন্নয়ন কার্যক্রমের (ইউএনডিপি) পরিচালক আখিম স্টেইনার এ তথ্য জানান।
ইউএনডিপি) পরিচালক আখিম স্টেইনার বলেন, প্রতি ১২ মিনিটে পাঁচ বছরের কম বয়সী একটি ইয়েমেনি শিশুর মৃত্যুর এমন পরিসংখ্যান দেশটিতে সৌদি আগ্রাসনের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়ের ভয়াবহতা তুলে ধরে। খাদ্য, সুপেয় পানি ও প্রয়োজনীয় চিকিৎসার অভাবে এসব শিশু প্রাণহানি ঘটছে বলে জানান তিনি।
জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক উপ মহাসচিব মার্ক লোকক সম্প্রতি বলেছেন, ইয়েমেন বর্তমানে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। দেশটির অবস্থা দিন দিন আরও শোচনীয় হয়ে উঠছে।
সংযুক্ত আরব আমিরাতসহ আরও কিছু আঞ্চলিক দেশের সহযোগিতায় সৌদি আরব ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে দেশটির সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। তাতে এখন পর্যন্ত ১৫ হাজারেরও বেশি নিরীহ মানুষ নিহত হয়েছেন।