অনলাইন ডেস্ক : শবনম বুবলী অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবিটি এরইমধ্যে সেন্সরে জমা হয়েছে। আর সেই সঙ্গে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া রোববার তাদের ইউটিউব চ্যানেলে এ ছবির টিজার প্রকাশ করে। ১ মিনিট ৪৪ সেকেন্ড ব্যাপ্তির এই টিজারে শাকিব খানের পাশাপাশি ভিন্ন এক বুবলীকে দেখা গেল। আগের ছবিগুলোতে এমনভাবে দেখা যায়নি তাকে। এ ছবির সংলাপে বুবলীকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলতে দেখা যায়। এ ছাড়া ভিন্ন লুকে এবার দর্শক বড়পর্দায় এ ছবিতে তাকে দেখতে পাবেন।
ছবিটি নিয়ে বুবলী জানান, এ ছবির কাজটি করে ভালোলেগেছে। আর টিজারটি প্রকাশের পর বেশ সাড়াও পাচ্ছি। দেশের বাইরে ছবির গানগুলোর দৃশ্যধারণ হয়েছে। আশা করি, ছবিটি দর্শক পছন্দ করবেন। এদিকে ছবির পরিচালক উত্তম আকাশ জানিয়েছেন, সব ঠিক থাকলে আসছে রমজানের ঈদে মুক্তি পাবে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবিটি। এর আগে শাকিব খানের বিপরীতে বুবলী অভিনীত ‘বসগিরি’, ‘শুটার’, ‘রংবাজ’ ও ‘অহংকার’ নামের চারটি ছবি মুক্তি পেয়েছে। ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবির বাইরে আসছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা আশিকুর রহমানের ‘সুপার হিরো’ ছবিতেও কাজ করেছেন বুবলী। এ ছবিতেও তার নায়ক হিসেবে দেখা যাবে শাকিব খানকে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.