অনলাইন ডেস্ক :
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে কিংস ইলেভেন পাঞ্জাবের জয় মানেই ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপদ। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জয় ছাড়া বিকল্প ছিল না। অবশেষে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু- দু’দলের আশাই টিকিয়ে রাখলেন বিরাট কোহলিরা।
১০ উইকেটের বড় ব্যবধানে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আইপিএলের প্লে অফে যেতে হলে বিরাট কোহলিদের এমন জয় খুবই দরকার ছিল।
টসে হারা পাঞ্জাব প্রথমে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালুরু বোলারদের তোপের মুখে পড়ে। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন অ্যারন ফিঞ্চ। লোকেশ রাহুল ২১ ও ক্রিস গেইল ১৮ করলেও বাকিরা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকেন। ১৫.১ ওভারে মাত্র ৮৮ রান করতেই অলআউট হয়ে যায় তারা।
জয়ের জন্য ৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৮.১ ওভারেই কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বিরাট কোহলির দল। কোহলি নিজে ইনিংস ওপেন করতে নামেন। ২৮ বলে তিনি অপরাজিত ছিলেন ৪৮ রানে। ৬টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। পার্থিব প্যাটেল ২২ বলে ৭ বাউন্ডারিতে করেন ৪০ রান।
এই জয়ের ফলে ১২ ম্যাচ শেষে ব্যাঙ্গালুরুর পয়েন্ট দাঁড়াল ১০। মুম্বাই ইন্ডিয়ান্সের পয়েন্টও ১০। ১২ পয়েন্ট নিয়ে এই দুই দলের ওপরে আছে কিংস ইলেভেন পাঞ্জাব, রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স।