দর্পণ ডেস্ক : ভোলায় ফেসবুক হ্যাক করে গুজব ছড়িয়ে সংঘর্ষের ঘটনায় গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসা শিক্ষক, ইমাম ও আলেম ওলামাদের অংশগ্রহণে গুজববিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমরাব বেলা ১১টায় উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ইকবাল হোসেন সবুজ। সভায় স্থানীয় সাংসদ বলেন, কেউ যাতে ফেসবুকের গুজবে কান না দিয়ে সকলে একসাথে মিলেমিশে আধুনিক ও মানবিক উপ-শহর গড়তে যার যার অবস্থানে থেকে সকলের সহযোগিতা কমনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: সামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফর নাহার মেজবাহ, কালিয়াকৈর-শ্রীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এ এসপি) মো: আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার মনজুরুল ইসলাম প্রমুখ।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.