গোফরান পলাশ, পটুয়াখালী: ’মেয়েদের শীর্ষে অবস্থান, মেয়েদের সব দিক থেকে
চৌকস তৈরী করা এবং সুনাগরিক সুমাতা হিসেবে প্রতিষ্ঠা করা’-এই শ্লোগান
নিয়ে শুক্রবার বিকেলে কুয়াকাটার হোটেল গ্রেভার ইন ইন্টারন্যাশনাল’র
অডিটরিয়ামে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন’র ৪২তম জাতীয় পরিষদের
উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন’র বরিশাল আঞ্চলিক কমিশনার রাবেয়া
খাতুন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ল গাইডস্
এসোসিয়েশন’র জাতীয় কমিশনার কাজী জেবন্নুছা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন গার্ল গাইডস্ এসোসিয়েশন’র পটুয়াখালী এর উপদেষ্টা জাহানারা বেগম,
পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দীন আহমেদ, কলাপাড়া ইউএনও মো: মুনিবুর রহমান,
কুয়াকাটা পৌরসভার মেয়র আ: বারেক মোল্লা প্রমূখ।
এতে জাতীয় কার্যালয় সহ এ্যাসোসিয়েশনের ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, খুলনা,
বরিশাল, সিলেট, কুমিল্লা, রংপুর ও ময়মনসিংহ অঞ্চল থেকে ৩০০ জন কাউন্সিলর
অংশগ্রহন করেন। গার্ল গাইডস্ এসোসিয়েশন’র জনসংযোগ, প্রচার ও প্রকাশনা
কর্মকর্তা সামিনা বেগম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য
নিশ্চিত করা হয়।