গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ৮ বছরের এক কন্যা শিশুকে
পটেটো চিপস’র প্রলোভন দেখিয়ে যৌন পীড়ন সহ বলাৎকারের অভিযোগে আ: মালেক
গাজী (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে নারী ও
শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে
পুলিশ। আ: মালেক গাজী উপজেলার উত্তর লালুয়া গ্রামের বাসিন্দা। তার পিতার
নাম মৃত আ: কাদের গাজী।
এছাড়া একই দিন ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ
হাসপাতালে প্রেরন করে পুলিশ। এঘটনায় ভিকটিম শিশুর পিতা বাদী হয়ে থানায়
একটি মামলা দায়ের করেছে।
এর আগে শুক্রবার বিকেল অনুমান ৩:১৫ মিনিটের দিকে কলাপাড়া পৌরশহরের দারুল
ইহসান মডেল মাদরাসা’র ১ম শ্রেনীর শিশু শিক্ষার্থী (৮) বাসা থেকে প্রাইভেট
পড়তে যাওয়ার সময় সিকদার সড়কের মুসা ভ্যারাইটিজ ষ্টোর্সে চকলেট কিনতে যায়।
এসময় দোকানী তাকে চিপস খাওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে দোকানের মধ্যে নিয়ে
যায়। পরে তাকে কোলে নিয়ে আদর করার নামে শরীরের স্পর্শ কাতর স্থানে হাত
দেয়। এক পর্যায়ে দোকানী তার গোপনাঙ্গে তেল মেখে শিশুটিকে বলাৎকার করে।
এসময় শিশুটির আর্তচিৎকারে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
কলাপাড়া থানার ওসি মো: মনিরুল ইসলাম জানান, লম্পট বৃদ্ধকে আটক করে
আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। এছাড়া শিশুটির ডাক্তারী
পরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন
করা হয়েছে।