দর্পণ ডেস্ক : আমি সব সময় কাজের মধ্যে থাকতে পছন্দ করি। এছাড়া আমি মৌসুমী শিল্পী নই যে, বছরের কিছুদিন কাজ করবো। আবার কিছুদিন বিরতি টানবো। নিজেকে নিয়ে এভাবেই বললেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী নাদিয়া আহমেদ। এ অভিনেত্রী একাধিক ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন এখন। বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে তার অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক নাটক। প্রতিটি ধারাবাহিকে ভিন্ন ভিন্ন চিরত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী।
নাদিয়ার বলেন, একেকটি ধারাবাহিকে একেকটি চরিত্রে অভিনয় করছি।
আমি চেষ্টা করি নতুন নতুন চরিত্রে দর্শকের সামনে আসতে। তাই এখন কাজ নিয়ে ব্যস্ত।
অভিনেতা এফএস নাঈম ও নাদিয়া তারকা দম্পতি। তারকা দম্পতিদের নিয়ে বরাবরই তাদের ভক্তদের নানা বিষয়ে জানার আগ্রহ থাকে। কিন্তু বেশিরভাগ সময় তারকা দম্পতিরা সেসব বিষয়ে রহস্য রেখে দেন। তার ব্যতিক্রম হয়নি নাদিয়ার ক্ষেত্রেও।
কবে মা হচ্ছেন এ প্রশ্নের উত্তরে নাদিয়া বলেন, সৃষ্টিকর্তা চাইলে অবশ্যই মা হবো। তবে কবে কখন সেই সুসংবাদটি দিতে পারবো তা এখন বলছি না।