দর্পণ ডেস্ক : মুম্বাইয়ে মুখার্জি পরিবারের দুর্গাপূজা এবার পা দিয়েছে রজতজয়ন্তী বর্ষে। রানি ও কাজল চারদিনই হাজির ছিলেন বাড়ির পূজামণ্ডপে। হাতে হাতে সারলেন পূজার কাজ। বিজয়ার দিনও নিয়ম মেনে বরণ করলেন, সিঁদুর খেললেন।

২৫ বছর ধরে এই পূজা মুম্বাইয়ের ঐতিহ্যশালী পূজা হিসেবে খ্যাত। সেলেব মহলেও এই পূজা বেশ জনপ্রিয়। রজতজয়ন্তী উপলক্ষে এবার জাঁকজমক ছিল আরও বেশি।

পরিবারের পূজার আয়োজনে ব্যস্ত ছিলেন পরিচালক অয়ন মুখার্জিও। কাজের ফাঁকে ফ্রেমবন্দিও হলেন অবশ্য।

পূজার ক’টা দিন রানি মুখার্জিকে দেখা গেছে বিভিন্ন মেজাজে। কখনও কর্মব্যস্ততায়, কখনও সাদা শাড়িতে স্রেফ আড্ডার মেজাজে। রীতি মেনেই পূার সব কাজে হাত লাগান তিনি।

এবারের পূজায় লাল শাড়ি পরে মণ্ডপে হাজির ছিলেন আলিয়া ভাট। ঋত্বিক রোশন এসেছিলেন, মাথায় ক্যাপ, খয়েরি গেঞ্জি আর জিন্স পরে। প্রিয়াংকা চোপরা, করণ জোহর, অমিতাভ ও জয়া বচ্চনও এসেছিলেন। বলিউড তারকাদের মিলনমেলায় পরিণত হয়েছিল এবারের পূজা।