দর্পণ ডেস্ক : বুয়েটের শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে আবরার ফাহাদের রুমমেট মিজানকে আটক করা হয়েছে। মিজান পানি সম্পদ প্রকৌশল বিভাগের ছাত্র। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় ডিবি পুলিশ তাকে আটক করে।
এর আগে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের অন্যতম আসামি শাখা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক অমিত সাহাকে গ্রেফতার করা হয়।
পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সূত্র বলছে, রাজধানীর সবুজবাগ এলাকা থেকে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে অমিত সাহাকে গ্রেফতার করা হয়। আবরার হত্যার এজাহারে অমিত সাহার নাম না থাকলেও তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
অমিত ছাত্রলীগের আইনবিষয়ক উপসম্পাদক এবং পুরকৌশল বিভাগের ছাত্র। তিনি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ১৬তম ব্যাচের ছাত্র।
শিবির সন্দেহে আবরারকে হলের কক্ষ থেকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের কয়েকজন শিক্ষার্থী। পরে রাত আড়াইটার দিকে হলের সিঁড়ির পাশে আবরারের দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে ডাক্তারকে খবর দিলে তিনি এসে তাকে মৃত ঘোষণা করেন।