লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুচিকিৎসার দাবীতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসুচির আহুত বিক্ষোভ কর্মসুচির আওতায় নাটোরে জেলা বিএনপি এবং সদও উপজেলা যৌথভাবে বিক্ষোভ মিছিল করেছে। সোমবার পুলিশের চোখ ফাঁকি দিয়ে দলীয় নেতাকর্মীরা উপশহরে গিয়ে জড়ো হন। বিক্ষোভ মিছিল শুরুর আগে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়েই আমার আগামী জাতীয় নির্বচন করবো তাই তাকে সুস্থ্য রাখতে হবেই। জেলে আটকে রেখে তার সুচিকিৎসা দেয়া হচ্ছেনা বলেই বিএনপি আজ তার চিকিৎসার মতো একটি মানবিক দাবী নিয়ে রাস্তায় নেমেছে। উপশহর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাটোর-রাজশাহী মহা সড়কের উত্তরে জেলা বিএনপি অফিসের অপর প্রান্তে গিয়ে শেষ হয়। নাটোর জেলা বিএনপির সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে মিছিলে আরো অংশ নেন সাধারন সম্পাদক মোঃ আমিনুল হক, বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম, মোঃ হাসান আলী, মোঃ নজরুল ইসলাম ও মোঃ নাসিম খান।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.