কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী, মোষ্ট ওয়ান্টেড সন্ত্রাসী কালা মিরাজ (৩০) কে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে পুলিশ শহরের বাস ষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। কলাপাড়া থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান জানান, সোমবার সকালে উপজেলা পরিষদের আইন শৃংখলা মিটিংয়ে কালা মিরাজের সন্ত্রাসী কর্মকান্ডের বিষয় আলোচনায় এলে কলাপাড়া থানা পুলিশ প্রায় ৩ ঘন্টা অভিযান চালিয়ে পৌরশহরের বাস ষ্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মিরাজের বিরুদ্ধে কলেজ শিক্ষক শিমুল হত্যা চেষ্টার মামলা সহ একাধিক মামলা রয়েছে। চাঁদাবাজী, ছিনতাই, মারধর, দখলবাণিজ্য সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে মিরাজের বিরুদ্ধে মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন। মিরাজ গ্রেফতার হওয়ায় সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি নেমে এসেছে। টিয়াখালী ইউনিয়নের অধিকাংশ মানুষ মিরাজ বাহিনীর কাছে জিম্মি হয়ে আছে। পায়রা বন্দর এলাকায় তাদের দাপটে লগ্নিকারকসহ সাধারণ মানুষ রয়েছে ভীতসন্ত্রস্ত। কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের শেখ কামাল সেতুর সংযোগ সড়কে মিরাজের রয়েছে একটি নির্দিষ্ট ক্যাডার বাহিনী। এরা পর্যটকবাহী বিভিন্ন রুটের বাস থামিয়ে প্রকাশ্যে চাঁদাবাজী করে আসছে। এদেরকেও গ্রেফতার করার প্রক্রিয়া চলছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। টিয়াখালী ইউনিয়নের অধিকাংশ মানুষ মিরাজ বাহিনীর কাছে জিম্মি হয়ে আছে। পায়রা বন্দর এলাকায় তাদের দাপটে লগ্নিকারকসহ সাধারণ মানুষ রয়েছে ভীতসন্ত্রস্ত।
এছাড়া কুয়াকাটায় ভ্রমন শেষে গন্তব্যে ফেরার পথে ৬ সেপ্টেম্বর ২০১৭ সন্ত্রাসী কালা মিরাজ বাহিনীর ধাওয়ায় মোটর সাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে নিহত হন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার শাহজাহান সিকদারের মেয়ে কলেজ ছাত্রী স্বর্না আক্তার ইতি (২০) । এঘটনায় স্বর্নার পরিবার অপহরন ও হত্যার অভিযোগে ঝালকাঠিতে একটি মামলা দায়ের করে, যা বিচারাধীন রয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.