গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ার অনলাইন নিউজ পোর্টাল আপন
নিউজ ২৪ ডট কম’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল
মংগলবার বেলা ১১ টার দিকে স্থানীয় প্রেসক্লাবে এ দিবসটি পালন করা হয়।
আপন নিউজ’র প্রকাশক ও সম্পাদক এস.এম আলমগীর হোসেন’র সভাপতিত্বে এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ
মো. মহিববুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম
রাকিবুল আহসান, কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্তকর্তা মো. মনিরুল ইসলাম
প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন সাংবাদিক জীবন কুমার
মন্ডল, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, নেছারউদ্দিন আহমেদ টিপু, চঞ্চল সাহা
ও রাসেল মোল্লা । অনুষ্ঠান পরিচালনা করেন এ্যালফাবেট কিন্ডার গার্টেনের
পরিচালক মোস্তফা জামান সুজন।
উল্লেখ্য, ২০১৮ সালের ১ অক্টোবর এ নিউজ পোর্টালটির আত্মপ্রকাশ ঘটে।
দ্বিতীয় বছরে পদার্পন উপলক্ষে আপন নিউজ পাঠক ফোরামের উদ্যোগে কেক কাটা,
শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।