দর্পণ ডেস্ক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েকে ১৭৬ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাবে ১৩৬ গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ১৭৬ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ১৩৬ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। ফলে ৩৯ রানের জয় নিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ।

জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৩২ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫৪ রান করেন মুতুমবামি। বাংলাদেশের পক্ষে শফিউল ইসলাম ৩ টি এবং আমিনুল ইসলাম নেন দুটি উইকেট।

৪১ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা পুরস্কার জিতেন মাহমুদুল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন কাইল জার্ভিস। আর ক্রিস এমপোফু নেন দুই উইকেট।