শামীম আহমেদ, ভৈরব প্রতিনিধি: ভৈরবে ডাকাতি, ছিনতাই ও চুরি এবং মাদক ব্যবসা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ভৈরব প্রেসক্লাবে সাংবাদিক সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা ৭ টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভৈরব প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন কাজল এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, ভৈরব প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি এস.এম.বাকি বিল্লাহ, ভৈরব রিপোর্টাস ক্লাব ও ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক অবলম্বন পত্রিকার সম্পাদক তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বকণ্ঠ নির্বাহী সম্পাদক আলাল উদ্দিন, ভৈরব সাংবাদিক সমিতির সভাপতি ও সাপ্তাহিক জনপদ সংবাদ এর সম্পাদক আসাদুজ্জামান ফারুক, সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম আলো নিজেস্ব প্রতিনিধি সুমন মোল্লা, দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকার সম্পাদক সোহেল সাশ্রু, এটিএন বাংলা ও এটিএন নিউজ প্রতিনিধি তুহিনুর রহমান মোল্লা, বাংলাভিশন প্রতিনিধি সত্যজিত ধ্রুব, চ্যানেল টুইয়েন্টিফোর ভৈরব প্রতিনিধি বিল্লাল হোসেন মোল্লা, দৈনিক খবর প্রতিদিন প্রতিনিধি আব্দুর রউফ, দৈনিক আজ কালের খবর প্রতিনিধি কাজী আব্দুল্লাহ আল মাসুম, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি মো. আক্তারুজ্জামান, জিটিভি ভৈরব প্রতিনিধি এম. এ. হালিম, দৈনিক আমাদের সময় প্রতিনিধি খাইরুল ইসলাম সবুজ, দৈনিক দর্পণ প্রতিদিন, মুভি বাংলা টেলিভিশন ও সাপ্তাহিক নরসিংদীর সময় ভৈরব প্রতিনিধি শামীম আহমেদ, আরটিভি ভৈরব প্রতিনিধি আল-আমিন টিটু, এশিয়ান টিভি ভৈরব প্রতিনিধি আলহাজ্ব সজিব আহমেদ ও দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকার যুগ্ম সম্পাদক মিলাদ হোসেন অপু।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব প্রেসক্লাব সিনিয়র সহ- সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ময়না,ইটনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, দৈনিক ইনকিলাব ভৈরব প্রতিনিধি এম. আর রুবেল, দৈনিক প্রতিদিনের সংবাদ ভৈরব প্রতিনিধি মিজানুর রহমান পাঠোয়ারী, দৈনিক গ্রামীন দর্পন প্রতিনিধি এম. আর ওয়াসিম, সাপ্তাহিক সময়ের দৃশ্যপট এর বার্তা সম্পাদক ও জয়যাত্রা টিভির ভৈরব প্রতিনিধি নাজির আহমেদ আল আমিন, মোহনা টিভি ভৈরব প্রতিনিধি জামাল আহমেদ, দৈনিক সময়ের আলো ভৈরব প্রতিনিধি রাজিবুল হাসান, দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকার সহ-ব্যবস্থাপনা সম্পাদক আফসার হোসেন তূর্জা, সাপ্তাহিক অবলম্বন পত্রিকার স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম রিপন ও দৈনিক স্বাধীন বাংলা ভৈরব প্রতিনিধি জুয়েল মিয়া।
এসময় বক্ত্যরা, ভৈরবে বেশ কয়দিন যাবৎ আইনশৃঙ্খলা চরম অবনতি ঘটায় ও ঘন ঘন চুরি ছিনতাই বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। এই সব বিষয়ে আগামী ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে কিশোরগঞ্জ পুলিশ সুপার,ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভৈরব পৌরসভার মেয়র, ইউএনও ও ভৈরব উপজেলার বিভিন্ন থানার কর্মরত সকল ওসিদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভার সিদ্ধান্ত হয়।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.