দর্পণ ডেস্ক : এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন বাংলাদেশের আর্চার রোমান সানা। ফিলিপাইনে শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে তিনি হারিয়ে দিয়েছেন চীনের সাইহেস্কিকে।
ফাইনালে ওঠার পথে রোমান সানা দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে যথাক্রমে থিহা টেট ডেন ও থেপান ডেনকে ৬-০ ব্যবধানে হারান।
কোয়ার্টার ফাইনালে ইয়ংহুয়ের বিপক্ষে ৭-১ সেটে ও সেমিতে ৪-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেন সানা। বাছাইপর্বে টিকে যাওয়ায় রোমান সানা ইতিমধ্যে রৌপ্য জয় করেছেন।