দর্পণ ডেস্ক : দীর্ঘ ছয় বছর কোমায় থাকার পর অবশেষে জ্ঞান ফিরে পেয়েছেন ফর্মুলা ওয়ান কিংবদন্তি মাইকেল শ্যুমাখার। খবর দ্য টেলিগ্রাফের।
২০১৩ সালের ডিসেম্বরে আল্পস পর্বতে স্কিইং-এর সময় দুর্ঘটনার শিকার হয়েছিলেন ৯১টি গ্রাঁপি জেতা এই রেসার। সেই দুর্ঘটনার পর পরই কোমায় চলে যান তিনি।
দীর্ঘ ছয় বছর পর জ্ঞান ফিরে পেলেন মাইকেল শ্যুমাখার। তিনি চোখ খোলার পাশাপাশি মাথা ও হাতের আঙ্গুল নাড়াতে পারছেন। তবে তার ডাক্তার বলছেন, তার এই উন্নতির ধাপটি একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে।