জাহিদ হাসান, কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার ভেড়ামারায় ফুটন্ত গরম পানি নিক্ষেপ করে শিশুর দেহ ঝলসানো মামলায় বালা খাতুন (৬০) নামের এক বৃদ্ধ মহিলার চৌদ্দ বছর কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে আারো ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো: মশিয়ার রহমান আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।
সাজাপ্রাপ্ত বালা খাতুন ভেড়ামারা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত জবান কারিগরের স্ত্রী।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৪ অক্টোবর বিকেলে পূর্ব শত্রুতার জের ধরে মামলার বাদি ভেড়ামারা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো: শামীম হোসেনের নাতনী রাফিয়া খাতুন (৯) প্রতিবেশী আসামী বালা খাতুনের শিশু নাতি লিখনের সাথে বাড়ির উঠানে খেলা করা সময় মারামারি করে। এতে ক্ষুব্ধ বালা খাতুন চুলার উপর থেকে ফুটন্ত গরম পানি নিক্ষেপ করে শিশু রফিয়ার গায়ে। এতে শিশু রাফিয়ার দেহ ঝলসে যায়।
এঘটনায় ভেড়ামারা থানায় করা মামলাটি তদন্ত শেষে আসামী বালা খাতুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন দ:বি: ২০০০ এর ৪ (২) (খ) ধারায় অভিযোগ এসে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ।
বিজ্ঞ আদালত মামলাটির চার্জ গঠনান্তে স্বাক্ষ্য শুনানী শেষে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় বালা খাতুন নামের বৃদ্ধার চৌদ্দ বছর সশ্রম কারাদন্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডাদেশ দেন আদালত।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.