ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলেও চলতি মাসে কমতে শুরু করেছে। সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগী হাজারের নিচে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২০ রোগী। ৩ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৪ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত রাজধানীর ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৩৪৫ জন ও ঢাকা বিভাগসহ অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৭৫ জন নতুন রোগী ভর্তি হন।

প্রতিদিন সকাল ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীর তথ্য সংগ্রহ করে হিসাব করা হয়।

মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৮৩ জন। তাদের মধ্যে ঢাকায় ৩৪৪ এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৪৩৯ জন। চলতি মাসের রবি ও সোমবার যথাক্রমে ৯০২ ও ৮৬৫ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ৩১ আগস্ট থেকে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হাজারের নিচে নামে। ওই দিন ৭৬০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর কোনোদিন রোগী বাড়ছে, আবার কোনোদিন কমছে।

চলতি বছর এ পর্যন্ত ৭২ হাজার ৭৪৫ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৮ হাজার ৮১১ জন হাসপাতাল ছেড়েছেন চিকিৎসা শেষে। দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে তিন হাজার ৭৪৬ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে রাজধানীর ৪১ সরকারি-বেসরকারি হাসপাতালে দুই হাজার ১১১ জন এবং ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা সদর হাসপাতালে এক হাজার ৬৩৫ জন রোগী। তবে ঢাকার বাইরে নতুন রোগী এখনও বেশি ভর্তি হচ্ছে। ঈদের আগে থেকেই ঢাকার বাইরে রোগীর সংখ্যা বাড়তে থাকে। এখন পর্যন্ত তা অব্যাহত আছে।