গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী
উপলক্ষে ৬ দিন ব্যাপী ৬ষ্ঠ বাৎসরিক মহোৎসবের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে
বুধবার বেলা ১১ টায় পরিব্রাজকাচার্য্যবর শ্রীশ্রীমদ দূর্গা প্রসন্ন
পরমহংসদেব প্রতিষ্ঠিত শ্রীগুরু সংঘ, গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে
কেন্দ্রীয় কালিবাড়ি আঙ্গিনা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে
শেষ হয়।

এর আগে কেন্দ্রীয় কালিবাড়ি আঙ্গিনায় সংঘ পতাকা উত্তোলন, শ্রীশ্রী
গুরুদেবের পাদুকা ও বিগ্রহ আনায়ন, স্থাপন ও মাল্যদান অনুষ্ঠান পালন করা
হয়।

র‌্যালী শেষে উৎসব প্রাঙ্গণে শ্রীশ্রী গুরু পূজা এবং দুপুরে মহাপ্রসাদ
বিতরণ করা হয়। সন্ধ্যায় প্রার্থনা, ধর্মসভা, শ্রীশ্রীগুরুদেবের বাণী
থেকে পাঠ, আলোচনা, ভক্তিমূলক সংগীত এবং রাতে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম
যজ্ঞানুষ্ঠানের শুভ অধিবাস এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানের ২য় দিন বৃহস্পতিবার অরুণোদয় হতে সোমবার পর্যন্ত ৪০
প্রহরব্যাপি শ্রীশ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তন, শ্রীশ্রী অষ্টকালীন
ভোগরাগ ও প্রসাদ বিতরণ এর আয়োজন করা হবে। আগামী মঙ্গলবার অরুণোদয়ের
পূর্বে কুঞ্জভঙ্গ, বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নগরকীর্তন, মধ্যাহ্নে
মহাপ্রভুর ভোগরাগ, শ্রীশ্রীগুরুদেবের ভোগরাগ অতঃপর মহোৎসবের মহাপ্রসাদ
বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হবে বলে শ্রীগুরু সংঘের
কমিটি সূত্রে জানা গেছে।

উদ্বোধনী র‌্যালিতে অংশ নেয় গলাচিপা শাখার শ্রীগুরু সংঘের সভাপতি বিজয়
কর্মকার, কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস দত্ত,
গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, রিপোর্টার্স ক্লাবের
সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক সঞ্জিব দাস, নির্মল
কর্মকার, অসীম কর্মকার, বিনয় কর্মকার সহ ভক্তবৃন্দ।