গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ (মহিলা) ভাইস
চেয়ারম্যানকে কেন ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হবে না সে মর্মে তাঁকে
স্বশরীরে আদালতে হাজির হয়ে কারন দর্শাতে বলেছেন বিজ্ঞ আদালত। কলাপাড়া
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: শিহাব উদ্দীনের আদালত মঙ্গলবার এ
আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, আদালতের দায়েরকৃত একটি নালিশী মামলার ঘটনার বিষয়ে
বিজ্ঞ আদালত উপজেলা পরিষদ (মহিলা) ভাইস চেয়ারম্যান মোসা: শাহিনা পারভিন
সীমাকে তদন্ত কর্মকর্তা নিযুক্ত করেন। এ সম্পর্কিত তদন্তের আদেশ নামা
বিজ্ঞ আদালত থেকে তার কাছে গেলে তিঁনি তা গ্রহন না করে কোড অব ক্রিমিনাল
প্রসিডিউর ১৮৯৮ এর ৪৮৫ ধারার অধীন অপরাধ করেন। তাই কেন উক্ত তদন্ত
কর্মকর্তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হবে না সে মর্মে তাঁকে
স্বশরীরে আগামী ৩রা সেপ্টেম্বর ২০১৯ আদালতে হাজির হয়ে কারন দর্শানোর আদেশ
প্রদান করেন বিজ্ঞ আদালত। আদালতের আদেশের কপি তাঁর কাছে পৌছে দেয়া হয়েছে
বলে জানিয়েছে আদালত সূত্র।
এর আগে ২০ আগষ্ট ২০১৯ উপজেলার মহিপুর থানার মনোহরপুর গ্রামের রাম কৃষ্ণ
তালুকদার একই এলাকার উত্তম হাওলাদার গংদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে নালিশী
মামলা দায়ের করেন।