দর্পণ ডেস্ক : সজল ও পূজা চেরি ‘জিন’ ছবির মাধ্যমে ঢাকাই ছবির নতুন জুটি গড়লেন। খবরটি পুরনো। নতুন খবর হচ্ছে, ছবি নিয়ে এই জুটি এবার দাঁড়ালেন ক্যামেরার সামনে। শুরু করলেন একসঙ্গে অভিনয়। গত ২৬ আগস্ট ঢাকার অদূরে সাভারের আমিনবাজারে শুরু হয় জিনের শুটিং।
‘জিন’ ছবিতে সজল-পূজা ছাড়াও আছেন এক নতুন জুটি। তারা হলেন রোশান ও পিয়া বিপাশা। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন নাদের চৌধুরী। পরিচালক জানান, ঢাকায় জিনের ক্যামেরা ওপেন হলো। আমিন বাজারে টানা দশ দিন শুটিং চলবে। এরপর বিরতি দিয়ে টাঙ্গাইল এবং মানিকগঞ্জে ছবির শুটিং শুরু হবে।
ছবিটি নিয়ে সজল বলেন, ‘শুটিং শুরু হয়েছে। পূর্ণ প্রস্তুতি নিয়েই ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছি। গল্প অসাধারণ।। আশা করি দারুণ কিছুই হবে।’