দর্পণ ডেস্ক : বাংলাদেশের মাটিতে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে একমাত্র টেস্টটিতে বাংলাদেশের মুখোমুখি হবে অধিনায়ক রশিদ খানের দল। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশের সঙ্গে এই সিরিজে আফগানিস্তানের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

আফগানিস্তানের টেস্ট দল: রশিদ খান (অধিনায়ক), আসগর আফগান, মোহাম্মদ নবী, ইহসানুল্লহ জানাত, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমাতুল্লাহ শাহিদি, ইকরাম আলী খিল, জহির খান, জাবেদ আহমেদি, আহমদ শিরজাদ, ইয়ামিন আহমাদজাই, শাপুর জাদরান, কাইস আহমদ, আফছার জাজাই।

আফগানিস্তানের টি-টোয়েন্টি দল: রশিদ খান (অধিনায়ক), আসগর আফগান, মোহাম্মদ নবী, হযরতুল্লাহ জাজাই, করিম জানাত, নাজিব তারাকাই, মুজিব উর রহমান, শরাফউদ্দিন আশরাফ, নাজিব জাদরান, শহিদুল্লাহ কামাল, গুলবাদিন নায়েব, ফরিদ আহমদ মালিক, ফজল নিয়াজাই, দৌলত জাদরান, শফিকুল্লাহ শাফাক, রহমতুল্লাহ গুরবাজ, নবীন উল হক।