দর্পণ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের পোর্টল্যান্ডের মাইনে মেডিকেল সেন্টার বিরল ঘটনার সাক্ষী হয়ে থাকল। এই মেডিকেল সেন্টারে লেবার ইউনিটে কর্মরত ৯ জন নার্স গর্ভবতী ছিলেন। সেই খবর মার্চ মাসে জানিয়েছিল ওই হাসপাতাল কর্তৃপক্ষ।
এবার সেই নার্সরা সবাই জন্ম দিলেন সন্তানের। সন্তানসহ সেসব নার্সদের ছবি সম্প্রতি প্রকাশ করেছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গেছে, এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে বিভিন্ন সময়ে ওই শিশুগুলো জন্ম নিয়েছে। সব শিশুর জন্মের পর ওই ৯ নার্স তাদের সন্তানদের কোলে নিয়ে ছবি তুলেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ভাইরাল হয়।
সদ্য মা হওয়া ওই নার্সদের একজন লুনি সুসি সংবাদ সংস্থাকে বলেছেন, গর্ভাবস্থা থেকেই আমরা একে অপরের খেয়াল রাখতাম। কম-বেশি একই সময়ে মা হয়ে আমরা দারুণ অনুভূতির সাক্ষী হয়ে রইলাম। এ এক দারুণ অনুভূতি।