দর্পণ ডেস্ক : ইসলামের বিধান অনুযায়ী, ঈদের দিন ছাড়াও জিলহজ্জ মাসের ১১ তারিখ (দ্বিতীয় দিন) এবং ১২ তারিখ (তৃতীয় দিন) দিনেও পশু জবাই করা যায়। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
সাধারণত ঈদের দিনটিকে পশু কোরবানির জন্য বেছে নেওয়া হয়। এরপরও যারা বিভিন্ন কারণে ঈদের দিনে কোরবানি দিতে পারেননি তারাই আজ কোরবানি দিচ্ছেন।
এদিকে আজ যারা পশু কোরবানি দিচ্ছেন তাদের বর্জ্য অপসারণে সকাল থেকেই কাজ শুরু করেছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। তবে অনেক বাসিন্দাকেই নিজ দায়িত্বে বর্জ্য অপসারণ করতে দেখা গেছে। আর কোথাও আংশিক বর্জ্য থাকলে তা সিটি কর্পোরেশন থেকে অপসারণ করা হচ্ছে। তবে গতকালের মতো আজও সিটি কর্পোরেশনের পশু কোরবানির নির্ধারিত স্থানে কোনো পশু কোরবানির চিত্র দেখা যায়নি।