দিবাকর সরকার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলতলি বাজারের দোকান থেকে ঈদের বিশেষ ভিজিএফ এর ১২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল কলাপাড়ার নিবার্হী কর্মকর্তা মো. মুনিবুর রহমান অভিযান চালিয়ে এ চাল উদ্ধার করে। এসময় অভিযুক্ত ইউপি সদস্য নাসির খানকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদে বিশেষ ভিজিএফের চাউল বিতরণের অনিয়মের অভিযোগে ইউপি সদস্য নাসিরের বালিয়াতলী ইউনিয়নের তুলতলি বাজারের মেরি ষ্টোর দোকানে অভিযান চালিয়ে ১২ বস্তা চাল উদ্ধার করে। কলাপাড়া থানার এস আই শাখাওয়াত হোসেন ও এস আই আসাদুজ্জামান অভিযান অংশ নেন।