দিবাকর সরকার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়ায় আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০১৯ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকলে দিবসটি উপলক্ষে রাখাইন জনগোষ্ঠীর সদস্যরা কলাপাড়া পৌরশহরে একটি র্যালী বের করে। র্যালীর শেষে কলাপাড়া উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনিবুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল ইসলাম, সভায় বক্তব্য রাখেন, আদিবাসী রাখাইন নেতা চোটেন তালুকদার, মংচোয়েন, মংম্যাচিন, অংনয় প্রমুখ। বক্তারা সকলেই আদিবাসী রাখাইনদের ভূমিরক্ষা, তাঁদের ভাষা ও সংস্কৃতি চর্চায় সরকারি পৃষ্ঠপোষকতার আহবান জানান।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.