দর্পণ ডেস্ক : শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়েছে। ছবির প্রথম গান ‘কতো ভালোবাসি তোরে’ মুক্তির পর আজ বৃহস্পতিবার পোস্টারটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উন্মুক্ত করা হয়।
এর আগে গত মঙ্গলবার ছবিটি বিনা কর্তনে সেন্সরে ছাড়পত্র পায়। চলচ্চিত্র সেন্সর বোর্ডে শাকিব-বুবলী জুটির এই ছবি প্রশংসিত হয়েছে। আগামী ঈদুল আজহায় মুক্তির মিছিলে থাকা এ ছবিটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু।
এর আগে, গত রবিবার শাকিব খানের নিজস্ব ইউটিউব চ্যানেল এসকে ফিল্মস-এ ছবির প্রথম গান উন্মুক্ত করা হয়।