দর্পণ ডেস্ক : রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান না হলে এ অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কার কথা তুলে ধরেছে বাংলাদেশ। আর তাতে হুমকিতে পড়তে পারে বাংলাদেশ ও মিয়ানমারে জাপানি বিনিয়োগ।রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান না হলে এ অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কার কথা তুলে ধরেছে বাংলাদেশ। আর তাতে হুমকিতে পড়তে পারে বাংলাদেশ ও মিয়ানমারে জাপানি বিনিয়োগ।
মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় সফররত জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো’র সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বাংলাদেশ ও মিয়ানমারে নিজেদের বিনিয়োগ নিরাপদ রাখতে রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান চায় জাপান। রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রয়োজনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতা করতে আগ্রহী দেশটি। আর বিষয়টি বিবেচনা করে দেখবে বাংলাদেশ।
বুধবার মিয়ানমার গিয়ে বাংলাদেশের বক্তব্য নাইপিদোর কাছে তুলে ধরবেন বলে বৈঠকে জানান জাপানি পররাষ্ট্রমন্ত্রী। ঘণ্টাব্যাপী বৈঠকে আলোচনা হয় বাংলাদেশে জাপানি সহায়তায় বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েও।