দর্পণ ডেস্ক : ‘চিকিৎসকদের কাছে আহ্বান জানাব, আজকে ডেঙ্গুর পরীক্ষা নামমাত্র ১০০ টাকা নিয়ে আপনারা পরীক্ষার কাজ করবেন। গরিব মানুষের পক্ষে ৫০০-১০০০ টাকা দিয়ে এই রোগের রক্ত পরীক্ষা করা সম্ভব নয়।’
বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চিকিৎসকদের প্রতি এ আহ্বান জানান।
এ সময় বিনামূল্যে ডেঙ্গুর পরীক্ষা করতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বিএমএ’কে আহ্বান জানান সেতুমন্ত্রী।